বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কলাপাড়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত॥

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের পর খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আবু হাসানাত মো: শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, কলাপাড়ার সাবেক ক্রিকেটার মো:মাসুম খান, বিল্লাল খান কাবুল এবং মো: খালিদ খান প্রমুখ।

প্রধান অতিথি খেলোয়াড় এবং সংগঠকদের সাথে পরিচিত হয়ে খেলা উদ্ভোধন করেন। আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন সাইফুজ্জামান টুটুল এবং মো: মোয়াজ্জেম
হোসেন। ধারাভাষ্য দেন কল্লোল বিশ্বাস এবং অংনয়।

সংগঠক রহিমুল হক হিরু, আ: খালেক, সুমন মল্লিক এবং টোটনের সার্বিক ব্যবস্থাপনায় টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে রোজ একাদশের অধিনায়ক
তুষার রহমতপুর ইলেভেন স্টার একাদশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত ওভারে ১৫৬ রান সংগ্রহ করেন এর জবাবে রোজ একাদশ ১০৭ রানে অল আউট
হলে রহমতপুর ইলেভেন স্টার একাদশ ৪৯ রানে জয়লাভ করেন। ফাইনালে ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরষ্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ৭১ রান ও ২ উইকেট পাওয়া ওসান।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ, আম্পায়ার, ভাষ্যকারসহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।




error: Content is protected !!