বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শন দেশের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-এমপি শাওন
লালমোহন ভোলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শন দেশের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের জন্য তাঁর যে অবিস্মরণীয় ত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্ম কে জানাতে হবে। বঙ্গবন্ধুর জীবনাদর্শনই নতুন প্রজন্ম কে দেশপ্রেমে উজ্জীবিত করবে। এজন্য শিক্ষকদেরকেই ভূমিকা রাখতে হবে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১৫ মার্চ সোমবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে লালমোহন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এমপি শাওন আরও বলেন, মহামারী করোনার কারণে শিক্ষার্থীরা ঘরবন্দি হয়ে পড়াশুনায় অনিয়মিত হয়ে পড়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হলে শিক্ষার্থীদের পড়াশুনায় বাড়তি নজর দিতে হবে।
১৭ ও ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।