বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সভা ও নৈশ্যভোজ অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। (২০জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধা ৭টায় শহরের আড্ডা কফিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে, অনুষ্ঠানে বক্ত্রব্য রাখেন, জেলা শাখা সভাপতি হাসমত আলি, সহ- সভাপতি নূর নাহার সুষমা সাথী, সাধারন সম্পাদক লিজা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল রাজ, প্রচার সম্পাদক মেহেদী হাসান অন্তর প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সুলতান মাহমুদ।
এ সময় বক্তারা বলেন, সাংস্কৃতি মানুষের মনের কথা বলে। বঞ্চিত, শোষিত ও নিপীড়িত জনগোষ্ঠীকে যেমন মুক্তির আস্বাদ অনুপ্রেরণা জুগায় সাংস্কৃতি। তেমনি বাংলা ও বাঙালির নিত্যকার হাসি-কান্না, হর্ষ-বিষাদ ও রাগ-অনুরাগের প্রাণবন্ত উপস্থিতি প্রকাশ পাওয়ার মাধ্যম সাংস্কৃতি। অপশক্তির বিরুদ্ধে সামনে আমাদের রুখে দাঁড়ানোর জন্য সংস্কৃতির উদাহরণ জরুরী। তা না হলে বাংলাদেশের মৌলিক চরিত্র আর চেহারা বদলে যাবে একদিন। এখন সময় ঘুরে দাঁড়ানোর। বাংলাদেশের সংস্কৃতি মাথা তুলে দাঁড়াবে বিশ্বের বুকে। সম্প্রতি এ অবস্থা থেকে উত্তরণের মানসে এলাকার সংস্কৃতিমনস্ক মানুষগুলো পুরোনো ঐতিহ্যকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখা।
সভা শেষে জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানানো হয়, জেলা শাখার চিকিৎসা বিষয়ক সম্পাদক মরিয়ম খানম মৌটুষি ও সদস্য মেহেদী হাসান অর্নব কে।




error: Content is protected !!