বঙ্গবন্ধু সেতুর পুর্ব পাশে ব্যাপক যানযট।

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২০

মোঃ শৌভন আহম্মেদ সবুজ,নিজস্ব প্রতিনিধি:

গতকাল ৩১শে জুলাই বঙ্গবন্ধু সেতুর পুর্ব পাশে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। এতে করে উত্তর বঙ্গ সহ দক্ষিণ বঙ্গের মানুষ পড়েন ভিষন ভোগান্তিতে। ঢাকা থেকে ফেরা গরু ব্যবসায়ী সহ ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষ গুলো পরেন চরম বিপাকে।এই সেতুতে যানযটের মূল কারণ হলো রাস্তা সংকট। দুইলেন বিশিষ্ট রাস্তা থাকলেও হয়না তার যথাযথ ব্যবহার। বেশির ভাগ সময় যানযট বিড়ম্বনায় পড়ে ঢাকা থেকে আসা উত্তর বঙ্গ গামী পরিবহন ও ট্রাক গুলো।

এই বিষয়ে কথা বলতে গেলে বঙ্গবন্ধু সেতুর পুর্ব পাশের শাহিন নামের এক পুলিশ কর্মকর্তা বলেন । সব সময় তো জ্যাম বাঁধে না ।আর এখন ঈদ উপলক্ষে একটু জ্যাম বাঁধছে ।তা নিরসনে কাজ করছে আমাদের টহল পুলিশের বেশ কয়েকটি ইউনিট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টোলচার্জ কর্মকর্তা বলেন।দুইলেন রাস্তা কে চার লেনে উন্নীত করতে পারলে যানযট নিরসন করা সম্ভব।তবে ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশের রাস্তার চারলেনের কাজ শুরু হয়ে গেছে। রাস্তা বালুভরাট করে চলছে প্রস্তূতি। ঈদ উপলক্ষে রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। ঈদের পর পুনরায় কাজ শুরু হবে এমনটাই জানান পুলিশের আরেক কর্মকর্তা।

তাছাড়া প্রায় কেউই মানছে না সরকারি বিধিনিষেধ ও সামাজিক দুরত্ব।এমনি প্রতিবারের ন্যায় এবারো ট্রাক মিনিবাস এ করে একরকম গাদাগাদি করে বাড়ি ফিরছে নাড়ি শিশু সহ সর্ব স্তরের মানুষ।

তাই খুব দ্রুত রাস্তা চারলেনের কাজ পুনরায় শুরু করার জন্য সেতু মন্ত্রী ওবাইদুল কাদের র কাছে চিঠি দিয়েছেন এলাকার কয়েকজন সচেতন মানুষ ।

ঈদের পরে দ্রুত গতিতে যদি নির্মাণ কাজ শেষ না করা হয় তাহলে উভয় পাশে যানযটের অবস্থা ব্যাপক আকার ধারণ করবে । এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা।




error: Content is protected !!