বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে- এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
(৮ আগস্ট রোজ সোমবার) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য প্রধান করেন লালমোহন ও তজুমুদ্দিনের উন্নয়নের রূপকার, গরীব দুখী মেহনতী মানুষের একান্ত আপনজন,ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে এবং তিনি সেভাবেই দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন । মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতাই বঙ্গবন্ধুর হাতে হাত রেখে সাধারণ মানুষের জন্য লরে গেছেন।
তাই আজ জননেত্রী শেখ হাসিনাও তার বাবার মত বাঙালির মুক্তির জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।
বাঙালির মুক্তির জন্য সব সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুর উপর ভরসা রাখিতেন , তাইতো যুদ্ধের পরে ও বঙ্গবন্ধু রাষ্ট্রক্ষমতার প্রধান হয়েও সাদামাটা জীবন যাপন করতেন।
এসময় আলোচনা এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ, আবুল কাশেম চেয়ারম্যান, তফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মনির হাওলাদার, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত ,যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আ. ন. ম. শাহ জামাল দুলাল প্রমূখ।
এরপর সকাল ১১.৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যূয়ালী বক্তব্য রাখবেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে সেলাই মিশন ও নগদ টাকা বিতরণ করা হয়।