বদলপুরে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি- বদলপুরের কাটাখালীতে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যাক্তিকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক্সেভেটর আবার কোথাও বা ড্রেজার মেশিনের মাধ্যমে চলমান নদী বা জলাশয় থেকে কোন রকম সরকারি নির্দেশনা ছাড়াই বালু বা মাটি উত্তোলনের উদ্যোগ নিচ্ছে এলাকার একাধিক অসাধুচক্রের লোকজন। তেমনিভাবে উপজেলা প্রশাসনের তৎপরতা রয়েছে, অসাধুচক্রের বিরুদ্ধে। তাদের হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড বা অর্থদণ্ড করা হচ্ছে। এর পরও থামছে না মাটি ও বালুখেকোদের অশুভ তৎপরতা। এরই ধারাবাহিকতায়, আজ বুধবার আজমিরীগঞ্জের বদলপুরের কাটাখালীতে এক্সেভেটর মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের উদ্যোগ নেয় একটি অসাধুচক্র। গোপনসূত্রে খবর পেয়ে সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ দুপুর অনুমানিক দেড়টায় সরজমিনে ঘটনাস্হলে ছুঁটে যান। একই সময় জলসুখার নোয়গড় গ্রামের বাসিন্দা মোঃ হাফিজ মিয়া (৬৫) ও নরসিংদীর মাধবদীর বাসিন্দা মাহমুদ উল্লাহ (২৬) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সময় বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ৪ এর ৫ ধারা অমান্য করে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে উল্লেখিত দুই ব্যাক্তির প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন, থানার এস,আই এখলাছুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।