বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এদেশে সকল ধর্মের মানুষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে-এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে এদেশে সকল ধর্মের মানুষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের দেশ বাংলাদেশ।
বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ্বাসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সকল ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।
লালমোহনে ২৯ সেপ্টেম্বর রোজ শনিবার সকালে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে, শ্রী শ্রী মদনমোহন আখড়া বাড়ি জিউ মন্দিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে শারদীয় দুর্গাপূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২২ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ-সব কথা বলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
আলোচনা সভা শেষে ২২ টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন এমপি শাওন।
এমপি শাওন আরো বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ৭১ এর পরাজিত শক্তি। যারা দেশে ধর্মীয় বিভেদ উস্কে দিতে চাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের ব্যাপারে সকলের চোখ কান খোলা রেখে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিরুল ইসলাম হাওলাদার প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের নেতা যুগলকৃষ্ণ কুন্ড সহ সনাতন ধর্মালম্বীদের পূজা কমিটির নেতাকর্মীবৃন্দ।