শেখ সোহানূর রহমান,অপরাধ বার্তা বিভাগ, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় অদৃশ্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে সহযোগিতার অংশ হিসেবে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস সমন্বিত জরুরি চিকিৎসা সামগ্রী দিয়েছে ভারত।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশের জন্য ভারতের সহায়তা সামগ্রীর দ্বিতীয় চালান হিসেবে ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এ চিকিৎসা সামগ্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এতে দেখা যায় বক্সের গাঁয়ে চিরকুট ‘আঁধার ঘুচুক, পরশ থাকুক হৃদয় ভরা‘ লাগানো। ভারতের দেয়া এ চিকিৎসা সামগ্রী কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাইকমিশনার রীভা গাঙ্গুলি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারকে ভারতের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।