শায়েস্থাগঞ্জের নুরপুরে জন শুমারী ও গৃহ গণনা বাস্থবায়নরে লক্ষ্যে প্রশিক্ষন সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো র্কতৃক জন শুমারী ও গৃহ গণনা বাস্থবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার শায়েস্থাগঞ্জের উপজেলার নুরপুর ইউনিয়েনে প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। ৪দিন ব্যাপি প্রশিক্ষনে ৮জন সুপারভাইজার ও ৪৩জন গণনাকারী অংশ গ্রহন করেন। এতে আইটি প্রশিক্ষক ছিলেন মোঃ নোমান হোসেন পনির, জোনাল অফিসার হিসাবে ছিলেন মোঃ আব্দুল বাছিত চৌধুরী। আজ শেষ দিনে নুরপুর আদর্শ উচ্ছ বিদ্যালয় প্রশিক্ষন কেন্দ্র পরির্দশন হবিগঞ্জ জেলা পরিসংখ্যান উপ-পরিচালক (ডিডি) রাশেদ-ই মাসতাহাব।
তিনি বলেন, এলাকার প্রতিটি পরিবার যেন গণনার আওতায় আসে ম্যাপ ও প্রশিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রতিটি এলাকা গণনা করবেন। কোন পরিবার তথ্য দিতে অপারগতা করলে দ্রথ আমাকে জানাবেন। তিনি ১৪ই জুন থেকে ২ শে জুন প্রতিটি মাঠ কর্মীর সাথে আছেন বলে জানান।
এই প্রথম প্রতিটি গণনা এলাকার জন্য প্রতিটি গণনা কর্মীর জন্য সারা দেশ ব্যাপি একটি মোবাইল টেব, একটি ব্যাগ, ছাতা, আইডি র্কাড, মার্কার কলম ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকার সারা দেশ ব্যাপি আগামী ১৪ই জুন রাত ১২.০০ থেকে ২১ শে জুন ১২.০০ রাত পর্যন্ত সারা দেশ ব্যাপি শুমারী কাল হিসাবে ঘোষনা দিয়েছেন। এ উপলক্ষ্যে আগামী ১৪ই জুন মাণনীয় প্রদান মন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন।
১৪ই জুন থেকে ২ শে জুন পর্যন্ত সরকারী জনশুমারী ও গৃহ গণনা বাস্থবায়নের লক্ষ্যে প্রতিটি গণনা কারী কে সার্বিক সহযোগীতা করবে প্রশাসনের সব কয়টি বিভাগ।