বাগেরহাটে চিংড়ি গবেষনা কেন্দ্রের পক্ষ হতে বিনামূল্যে গলদা রেনু বিতরণ

প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের পক্ষ থেকে বিনামুল্যে চাষীদের মাঝে গলদা চিংড়ির রেনু বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১শে আগস্ট) সকালে গবেষনা কেন্দ্রের হ্যাচারী চত্তরে রেনু বিতরণ করেন চিংড়ি গবেষনাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম।

এসময় চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান,ড. এ এস এম তানবিরুল হক, মোসা: সাবরিনা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন চিংড়ি চাষিদের মাঝে দুই হাজার করে গলদার রেনু ( পোনা) বিতরণ করা হয়।পর্যায়ক্রমে উৎপদিত রেনু চাষিদের মাঝেবিতরণ করা হবে বলে চিংড়ি গবেষনা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়।এর আগে প্রায় এক লাখ পোনা বিতরণ করা হয়।




error: Content is protected !!