বাথরুমের ময়লায় চলাচলে বিঘ্ন,বলতে গেলেই দেখায় ক্ষমতার দাপট

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

আলী আজীম,মোংলাঃ

মোংলার কুমারখালিস্থ শেখ রাছেল সড়ক এর অপর পাশের চলাচলের রাস্তাুর পাশেই মিস্ত্রি জাহাঙ্গীর তৈরী করেছে বাথরুম।বাড়ি থেকে বের হলেই দেখা যায় রাস্তা ঘাটে ময়লা আবর্জনা।বাথরুমের পানিতে তলিয়ে যায় চলাচলের রাস্তা।পথে আবর্জনার কারণে নাকে হাত দিয়ে রাস্তা চলতে হয় বহু পথচারীকে।

“খুব বিশ্রী লাগে। এগুলো কি সহ্য করা যায়? কিন্তু কি করবো জাহাঙ্গীরের দলীয় প্রভাব প্রচুর।তাকে বহুবার রাস্তার পাশ থেকে বাথরুম সরিয়ে নিতে বললেও এখনো পর্যন্ত তিনি কোন ব্যাবস্থাই নেননি,দেখায় ক্ষমতার দাপট।কিছু বলতে গেলেও হুমকি দেয়।তাই সহ্য করতে হয়”বলছেন স্থানীয় একজন বাসিন্দা।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন,বিশ্রী গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে।আমাদের ছেলে মেয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে বের হয়,এই বাথরুমের গন্ধে বাচ্চাদের নানা রকম অশুখে পড়তে হয়। কিছু বলতে গেলেই দেখায় ক্ষমতার দাপট।স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় জাহাঙ্গীর ক্ষমতার দাপট দেখাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আমরা চাই এই বাথরুমটা রাস্তার পাশ থেকে সরিয়ে অন্যাত্র নিয়ে যায়।যাতে আমাদের ছেলে মেয়েরা স্বাস্থ্যকর পরিবেশে রাস্তা দিয়ে চলাচল করতে পারে।




error: Content is protected !!