বালিয়াকান্দিতে ভূমিদস্যু মামলাবাজ ও প্রতারক রহমান বিরুদ্ধে মানববন্ধন 

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভূমিদস্যু মামলাবাজ ও প্রতারক রহমান সিকদারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের রাস্তার উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কুরশী সহ তিন এলাকার কয়েকটি মসজিদের মুসল্লী গন উপস্থিত হয়ে
ভূমিদস্যু মামলাবাজ ও প্রতারক রহমান সিকদারের বিরুদ্ধে অবস্থান নেয়।
এসময় বক্তারা বলেন, প্রতারক রহমান সিকদার তার আপন ভাগ্নে ইদ্রিস কে একাধিক বার বসত বাড়ি থেকে তাড়াতে সন্ত্রাসী দিয়ে হামলা চালাচ্ছে। এলাকাবাসী অসহায় ইদ্রিসের পক্ষে অবস্থান নেওয়ায় মামলা বাজ রহমান সিকদার তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
রহমান সিকদারের ছোট ভাই সদরদ্দি সিকদার বলেন, আমার বড় ভাই আমাদের ভাগ্নে কে বিভিন্ন সময় মামলা সহ সন্ত্রাসী দিয়ে হয়রানি চালাচ্ছে। আমার মা প্রায় ২৫ বছর আগে ভাগ্নের নামে ১৪ শতাংশ জমি লিখে দেয়। তার পরও বড় ভাই হয়রানি করে চলেছে। এখানেই শেষ নয় সে আমার ও জমি জোর দখল করে খায়। কিছু বললেই মামলা করে দেয়। এখন আবার এলাকাবাসীর নামে মামলা দিয়ে হয়রানি চালাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগের পেক্ষিতে রহমান সিকদারের সাথে কথা বলতে তার বসত বাড়িতে গেলে ঘরের মধ্যে পালায়। এছাড়াও বিভিন্ন বাজে কথা বলতে থাকে। এমনকি সন্ত্রাসী মামলার ভয় দেখায় ঘরের ভেতর থেকেই।



error: Content is protected !!