বাহুবলে শোয়েব চৌধুরী হত্যা মামলায় এসএসসি পরীক্ষার্থ গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

 

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি  ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পার্শ বর্তী বাহুবল উপজেলা শংকর পুর গ্রামের শোয়েব চৌধুরী হত্যা মামলার আসামি এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল মুক্তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার ( ৯ মে ) দুপুরে উপজেলার দ্বীননাথ ইনস্টিটিউটশন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় জান্নাতুল মুক্তাকে গ্রেফতার করে বাহুবল থানা পুলিশ । পরে হবিগঞ্জ শিশু আদালত – ১ এর বিচারক ( জেলা ও দায়রা জজ) সুদীপ্ত দাসের আদালতে জান্নাতুল মুক্তাকে হাজির করা হয় । আদালতে জান্নাতুল মুক্তার জামিন আবেদন করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে থেকে পরীক্ষা দেওয়ার আদেশ দেন । এ তথ্য নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ নুরুজ্জামান । তিনি জানান , আসামি জান্নাতুল মুক্তা কিশোরী হওয়ায় আদালত তাকে সিলেটের মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে প্রেরনের নির্দেশ দেন । কিন্তু সেখান থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দূরত্ব বেশি হওয়ায় পরীক্ষা পর্যন্ত তাকে হবিগঞ্জ জেলা কারাগারে মহিলা ও শিশু কিশোরীদের নিরাপদ হেফাজতে রাখার আদেশ দেওয়া হয় । এখান থেকে মেয়েটিকে বিধি মোতাবেক এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের ব্যবস্থা করার জন্য হবিগঞ্জের জেল সুপারকে নির্দেশ দেয়া হয় । পরীক্ষার পর তাকে সিলেট পাঠিয়ে দেয় । উল্লেখ্য , ২০২২ সালের ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় দিকে বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মৃত কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব আহমেদ চৌধুরীর সাথে তার চাচা মরহুম সিজিল মিয়া চৌধুরীর পরিবারের সংঘর্ষে শোয়েব আহমেদ চৌধুরী সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন । এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় শোয়েব চৌধুরীকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । সেখানে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক শোয়েব চৌধুরীকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় শোয়েব চৌধুরী মাতা রহিমা চৌধুরী বাদী হয়ে ৭ জনকে আসামি করে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন ।




error: Content is protected !!