বিজিত চেয়ারম্যান কে জড়িয়ে ধরে দৃষ্টান্ত স্থাপন করেছেন হাটহাজারীর চিপাতলি ইউপি চেয়ারম্যান নূরুল আহসান লাভু

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

(আসলাম পারভেজ হাটহাজারী)
গেল ২৮ নভেম্বর হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে চলছিল খুব জোরে প্রচার প্রচারণা ও পাল্টাপাল্টি অভিযোগ। এক পার্থীর অভিযোগ অন্য পার্টি মিথ্যা বলে থাকলেও পরবর্তীতে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে সকল প্রার্থী। এই নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ১৫ দিন ধরে প্রার্থীদের মধ্যে অবিরাম চলছিল প্রচার-প্রচারণা ।প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও পাল্টাপাল্টি অভিযোগ করলেও অবশেষে তা নিরসন হতে চলছে। প্রতিটি ইউপিতে বিজয়ী প্রার্থীরা বিজিত প্রার্থীদের উদ্দেশ্যে
বিজয়ী প্রার্থীদের ফেসবুক ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে নিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার ঘোষণা করেছেন । আবার কয়েকজন সরাসরি তাদের প্রতিপক্ষ বিজিত প্রার্থীদের কাছে গিয়ে কৌশল বিনিময় করেছেন। এবং তাদেরকে সান্ত্বনা দিতে যান এমন চিত্র ফুটে উঠেছে হাটহাজারী উপজেলার চিপাতলি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান নুরুল হাসান লাবু তার প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আবেদীন জসিম (নৌকা প্রতীক)। এই দুইজন দীর্ঘ ১৫ দিন ধরে একজন অপরজনের বিরুদ্ধে অফিস ভাঙচুর হুমকি-ধমকি হামলার অভিযোগ করে আসলেও নির্বাচনের শেষে আবার এক হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরেন। তারা উভয়ে প্রমাণ করে দিয়েছেন হাটহাজারীর মানুষ অত্যন্ত শান্তি প্রিয়। এসময়ই ছিপাতলী ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান আমাদের সোনার বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশের সকল মানুষ নির্বাচনে প্রার্থী হতে পারবেন তবে শান্তিপ্রয় ও সমাজের উন্নয়ন অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে
কাজ করাই আমাদের মূল লক্ষ্য । জনগণের হাতেই আমাদের ক্ষমতা জনগণ যাকেই
ভোট দেবে তিনি নেতৃত্ব দিবেন এলাকায় এবং তিনি হবেন চেয়ারম্যান মেম্বার বিজয়ী । এতে মন খারাপ করার কিছুই নেই। এসময় চেয়ারমান লাভু আরও জানান বিজিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আবেদীন জসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ড তিনি করে যাবেন বলে ঘোষণা দেন। লাভু আরো জানান সকল প্রকার সরকারি বেসরকারি ও এলাকার উন্নয়ন কর্মকান্ড যেন সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা করার অনুরোধ জানান । নির্বাচন শেষ হওয়ার চারদিনের মাথায় গতকাল বুধবার চেয়ারম্যান নুরুল হাসান লাভু তার প্রতিপক্ষ ‌বিজিত (চেয়ারম্যান প্রার্থী) নুরুল আবেদীন জসিমের কাছে গিয়ে উভয়ের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একজন অপরজনকে সহানুভূতি দেখিয়ে এলাকায় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ।




error: Content is protected !!