বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২

রবিউল ইসলাম সুইট, হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের ১৫ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

আজ বুধবার (২৩ শে মার্চ) সকাল ১১টায় বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শুন্যরেখায় এসে পৌঁছালে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন খন্দকার বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার শ্রী বাস্তবকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।পরে বিএসএফ সদস্যরা সীমান্ত পেরিয়ে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে আসেন এবং সেখানে দুই বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে অনুষ্ঠিত হয় ।

বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজ শ্রী বাস্তবের নেতৃত্বে পতিরাম -৬১ বিএসএফের কমান্ডিং অফিসার ভালেন্দু ত্রিভেদুসহ ১৫ সদস্যের বিএসএফ এর প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে বিজিবি দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রেজাউল করিম,জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রফিকুল ইসলাম,ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শরিফুল্লাহ আবেদসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন বলেন,দুই দেশের সীমান্ত রক্ষি বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূন সম্পর্ক বিরাজমান রয়েছে,যা আমরা রক্ষা করে চলি। দুই বাহিনীর মধ্যে বিরাজমান এ সম্পর্ক আরও উন্নয়নের জন্য এ ধরনের বৈঠকের আয়োজন। এছাড়াও বৈঠকে সীমান্ত দিয়ে চোরাচালান,নারী-শিশু,মাদক পাচারসহ সীমান্তের নানা ধরনের অপরাধ দমনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।




error: Content is protected !!