বিরলে ১০জন করোনা জয়ীর মাঝে করোনা মুক্তির সনদ এবং নগদ অর্থ সাহায্য প্রদান
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরল উপজেলায় ১০ জন করোনা থেকে সুস্থ হয়ে সাভাবিক জীবনে ফিরে আসায় তাদের মাঝে শুভেচ্ছা, করোনা মুক্তির সনদ এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়।
সোমবার (৮ মে) বিরল উপজেলায় করোনা থেকে ফিহা(১৪বছর), মশিউর (৩৫ বছর), মেহেদী(১৫বছর), মাসুদ রানা(৪৫বছর), রায়হান(১৬বছর), লাকী(১৮বছর), সোনিয়া(১৮বছর), রোজিনা(৩০বছর), শাহরিয়ার(০৮বছর), আখতারুল(২০বছর) সুস্থ হওয়ায় তাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা করোনা মুক্তির সনদ এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; জনাব মোঃ আনিসুর রহমান-উপজেলা সমাজসেবা কর্মকর্তা; জনাব ডা. মোঃ সামিউল ইসলাম সবুজ-করোনা ফোকাল পার্সন; জনাব ডা. রুবাবা ইসলাম বিভোর- মেডিকেল অফিসার ; জনাব ডা. মো. রশিদুল ইসলাম- ডেন্টাল সার্জন।