বিয়ে ও চাকরির প্রলোভনে প্রতারণা,  গ্রেপ্তার -১

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ১, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
বিয়ে ও চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছেন নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় আসামির কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৩ হাজার টাকা জব্দ করা হয়।মঙ্গলবার (৩১ মে) রাতে সুধারাম থানাধীন কাদির হানিফ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।আসামি আব্দুল কাদের ওরফে কবিরের (৪০) বাড়ি সুধারাম থানা এলাকায়।পুলিশ জানায়, গত ২২ মে পুলিশ সুপার কার্যালয়ে এসে ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন ও ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন আসামি আব্দুল কাদের ও সবুজ। টাকা ফেরত দেওয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগীর গোপন ভিডিও চিত্র ধারণ করেন আসামি আব্দুল কাদের। এই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন।বিষয়টি তদন্তের দায়িত্ব পায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, আসামি আব্দুল কাদের ও সবুজ একই ব্যক্তি। ভুক্তভোগীর মুখোমুখি কথা বলার সময় আব্দুল কাদের কবির এবং মোবাইল ফোনে কথা বলার সময় সবুজ পরিচয়ে কথা বলতেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।



error: Content is protected !!