ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠের সাপ্তাহিক গরু ছাগলের হাটটি সরাতে নিদের্শ দিয়েছেন জেলা প্রশাসন

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

শরীফ মোশারফ, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :-জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠের সপ্তাহিক গরু ছাগলের হাটটি সরাতে নিদের্শ দিয়েছেন জেলাপ্রশাসন। ২৪ মার্চ তাহমিনা আফ্রাদ (রেভিনিউ ডেপুটি কালেক্টর,ব্রাহ্মণবাড়িয়া) স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়। ওই পশুর হাটটি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে।

কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে এক একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় চাতলপাড় ডিগ্রি কলেজ। প্রায় ১৬ বছর ধরে এ কলেজ মাঠে প্রতি বুধবার পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বসানো হতো সাপ্তাহিক পশুর হাট। এ হাটের কারণে বিদ্যালয়টিতে ঠিকমতো ক্লাস হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে কলেজ ও পাশের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ অবস্থা বিরাজ করছিলো। বাজারটি অপসারণের জন্য স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশে কলেজ কর্তৃপক্ষ রেজুলেশন করে জেলাপ্রশাসক বরাবর আবেদন করেন।

চিঠি থেকে জানা যায়, নাসিরনগর উপজেলাধীন ক্যালেন্ডারভুক্ত চাতলপাড় গরু ছাগলের হাটের নিজস্ব ভূমি না থাকায় এবং গরু ছাগলের হাট হিসেবে চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠ ব্যবহৃত হওয়ার দরুন কলেজের পাঠদান মারাত্মক বিঘ্ন হওয়ায় উক্ত হাটটি ক্যালেন্ডার বাদ দেওয়া এবং ইজারা কার্যক্রম স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, কলেজের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে জেলাপ্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছেন।




error: Content is protected !!