বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর  ৬ দফা দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩
ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী এলাকা কয়লা খনি ক্ষতিগ্রস্ত   এলাকাবাসী ৬ দফা দাবীতে বিক্ষোভ করেন।
গতকাল শনিবার সকাল ১০ টায় ( ২৪ জুন)  ভূমি ও বসতবাড়ী রক্ষা কমিটির আহব্বক মো. মতিউর রহমান  ও যুগ্ন আহবায়ক  মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এলাকার  ৫০০ জন নারী ও পুরুষ  বিক্ষোভে  অংগ্রহণ করে।  ক্ষতিগ্রস্ত এলাকায় ৬ দফা দাবিতে ১ ঘন্টা ব্যাপী   বিক্ষোভ করেন। এলাকাবাসীর দাবী
১. ঘরবাড়ী সহ স্থাপনা ফাটল কেন খনি কতৃপক্ষ জবাব চাই। ২. ফাটল কৃত বসবাড়ীর বিষয়ে খনি কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত গ্রহন। ৩.জনসাধারণের চলাচলের জন্য খনি এলাকার বাইপাস রাস্তাটি পূর্ন মেরামত করতে হবে।
৪. সমঝতা চুক্তি অনুয়ায়ী ক্ষতিগ্রস্থ এলাকার ঘর ঘর স্থায়ী চাকুরী দিতে হবে।
৫. পূর্বের অধিগ্রহনকৃত মসজিদ গুলোর ক্ষতিপূরণ বিষয়ে কতৃপক্ষ কে দ্রুত সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
৬. ক্ষতিগ্রস্থ এলাকার বাহিরের নতুন করে পানি সংকট দেখা দেওয়ার কারণে সুপেয় পানির ব্যবস্থা গ্রহন করতে হবে। বক্তব্যে বলেন  ভূমি ও বসতবাড়ী রক্ষা  কমিটি ও  এলাকাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



error: Content is protected !!