ভাতকুড়ায় সাইম, উজ্জ্বল এর নেতৃত্বে হেরোইনের রমরমা ব্যবসা।

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

আলামিন খান, টাঙ্গাইল।
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের বাদশা খানের ছেলে সাইম খান (৪৫) হাতিলা গ্রামের মৃত মজু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪০) দীর্ঘ দিন যাবত এলাকায় ইয়াবা ও হেরোইন ব্যবসা করে আসছে। এলাকার কিছু মাদক সেবনকারীদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এলাকায় ত্রাসের সৃষ্টি হওয়া একই এলাকার মাদক সেবনকারী রিপন, রাসেদ, মতি, রশিদ খান, সহ প্রতিনিয়ত বহিরাগত লোকজনের কারনে এলাকার ছাত্র ও যুব সমাজ ধংশের দিকে যাচ্ছে। সাইম উজ্জলদের কারণে বিভিন্ন বয়সের স্কুল পড়ুয়া মেয়েরা বাড়ির বাইরে বের হতে ভয় পায়। এলাকার বসাকবাড়ি, পালবাড়ি, আনাচে কানাচে মাদক সেবন করেন। মাদকব্যবসায়ী সাইম ও উজ্জ্বলকে মাদকসহ বার বার পুলিশ আটক করার পরও আরো বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ মাঝে মাঝে সাইম, উজ্জ্বলদের বাজার ও নিজ ঘর থেকে মাদক সহ আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেন বলে অভিযোগ দেন এলাকাবাসী । ছেড়ে দেওয়ার পরই বেপরোয়া হয়ে আরো মাদকব্যবসা চালাচ্ছে সাইম খান ও উজ্জল মিয়া। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সাইম ও উজ্জ্বল কে মাদকব্যবসা বন্ধকরার কথা বললে সাইম ও উজ্জল সহ কিছু সেবনকারী তাদের অনেক কে প্রাণ নাশের হুমকি দেন। এলাকায় সাইম খান, উজ্জল, আতংক বিরাজ করছে। যে কোন সময় এলাকায় অকারেঞ্চ ঘটাতে পারে বলে আংশঙ্কা রয়েছে। আশপাশের এলাকার মাদকব্যবসায়ী ও সেবন কারীরা সাইমদের সাথে সহযোগী হিসেবে রয়েছেন। এবিষয়ে করটিয়া ইউপি সদস্য মানিক খান বলেন, এলাকায় দীর্ঘদিন যাবত মাদকব্যবসায়ী সাইম এবং উজ্জল মাদকব্যবসা চালিয়ে এলাকায় ছাত্র ও যুবসমাজ নেশাগ্রস্ত করিয়ে তাদের জীবনকে নষ্ট করে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এসময় এলাকার যুবসমাজের মুখপাত্র ও জনসেবক রুবেল খান বলেন, মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী হোক না কেনো আমরা প্রশাসনের সহযোগিতায় এদের আইনগত বিচার চাইবো। পরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। মাদক ব্যবসায়ী সাইম বলেন, আমি আমার টাকায় ব্যবসা করি তাতে তোদের কি, বেশি বুঝলে সমস্যা হবে বলে হুংকার দেন। এসময় উজ্জ্বল বলেন, এবার যদি জেলে যাই তাহলে মাদক না মাডার করে জেলে যাবো বলে হুমকি প্রধান করেন। এবিষয়ে করটিয়া ইউপি চেয়ারম্যান অসুস্থ থাকায় তার কোনো বক্তব্য নেওয়া যায়নি। এলাকাবাসী মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।




error: Content is protected !!