ভেড়ামারায় বিলুপ্তপ্রায় ভেষজ গাছ সোনালু ও গুয়ে বাবলার চারা রোপণ ।

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি

বিলুপ্তপ্রায় ভেষজ গাছ সোনালু ও গুয়ে বাবলা’র চারা রোপণ করে এর অস্তিত্ব বাঁচাতে চেষ্টা করে যাচ্ছে গাছবন্ধু খ্যাত পিয়ারুল ইসলাম।

আজ সোমবার সকাল ১১টায় পিয়ারুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা চত্বরে সোনালু ও গুয়ে বাবলা’র চারা রোপণ করা হয়।

চারা রোপণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আলম জাকারিয়া টিপু, গাছবন্ধু পিয়ারুল ইসলাম, হোসেন মাহমুদ সুরুজ।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, সোনালু ও গুয়ে বাবলা ঔষধী গাছ। এ গাছ দুইটা প্রায় বিলুপ্তের পথে। এ জাতের গাছ রক্ষার জন্য গাছবন্ধু পিয়ারুল ইসলাম মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, এটা অবশ্যই প্রশংসানীয়। সে এর আগেও তাল গাছের বীজ রোপন করেছে। তাকে কৃষি অফিস থেকে সার্বিকভাবে উৎসাহ ও সহযোগিতা করা হয়।

গাছবন্ধু পিয়ারুল ইসলাম বলেন, দুই জাতের গাছের বীজ থেকে চারা বের হয়েছে প্রায় দুইশটির মত। এগুলো বিশেষ কিছু জায়গায় লাগাবো, যেখানে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে। বর্তমানে ভেড়ামারায় ৪টি সোনালু ও মাত্র একটি গুয়ে বাবলা গাছ রয়েছে।

গাছ বন্ধু পিয়ারুল আরো বলেনআজ (সোমবার) চারটি বিলুপ্তপ্রায় গুয়ে বাবলা ও ২টা সুনালু গাছের চারা রোপণ করেছি। রোপণকৃত চারা সঠিক ভাবে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে।




error: Content is protected !!