ভেড়ামারা দু’টি বিদ্যালয়ে বিলুপ্তপ্রায় ভেষজ গাছ সোনালু ও গুয়ে বাবলা’র চারা রোপণ করলেন গাছ প্রেমিক পিয়ারুল।
মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিলুপ্তপ্রায় ভেষজ গাছ সোনালু ও গুয়ে বাবলা গাছের চারা রোপণ করা হয়েছে।
চারা রোপণ করেন, ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস।
শনিবার সকালে স্কুল দুটিতে চারা রোপণ কালে উপস্থিত ছিলেন, ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষক হাসানুজ্জামান টফি, শাহানুল হক, আজবাহার উদ্দিন, ভেড়ামারা প্রসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন,গাছ রোপণের উদ্যোক্তা গাছবন্ধু পিয়ারুল ইসলাম।
এছাড়াও ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের সময় উপস্থিত ছিলেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা খাতুন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ আলাউদ্দিন, শিক্ষক রেবেকা সুলতানা, আরজু আরা নাসিমা খাতুন।
এবিষয়ে কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস বলেন, সোনালু ও গুয়ে বাবলা ঔষধী গাছ। এ গাছ দুটি বর্তমানে প্রায় বিলুপ্তের পথে। এ জাতের গাছ রক্ষার জন্য গাছবন্ধু পিয়ারুল ইসলাম মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, এটা অবশ্যই প্রশংসানীয়।