
তানজিল সরকারঃ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ এর মৃত্যতে শোকের ছায়া।
ভৈরব উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার ভৈরব উপজেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ (তাঁতারকান্দি নাদু মোল্লা বাড়ি নিবাসী)
২২ আগষ্ট রোজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজেউন। তার জানাযার নামাজ সম্পুর্ণ হয় রোজ শনিবার বাদ আছর ভৈরব তাঁতারকান্দি পুরাতন ঈদগাহ মাঠে। মরহুম জানাযায় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, ভৈরব উপজেলা প্রেসক্লাব এর সভাপতি সহ স্থানীয় নেতা কর্মী ও সাংবাদকর্মী রা। মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর ভাবে শোকাহত।
মরহুম মোঃ আবুল কালাম আজাদ মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৮ বছর। চার পুত্র সন্তান, এক কন্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন।
তিনি ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ছিলেন। এছাড়াও সাংবাদিকতা পেশায় নিয়জিত ছিলেন। তার কর্মরত পত্রিকা দৈনিক শতাব্দীর কণ্ঠ ভৈরব উপজেলা প্রতিনিধি ও ভৈরব উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি দৈনিক গৃহকোণ পত্রিকার স্টাফ রিপোটার ও অনলাইন নিউজ পোর্টাল। এর ভৈরব প্রতিনিধি এবং ভৈরব উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হৃদয় আজাদের পিতা। তার পিতৃবিয়োগে আমাদের অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়াও মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে ভৈরবের সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক শন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।