মধ্য ইনাতাবাদ প্রবাসী সমাজসেবা পরিষদের বৃক্ষ রোপন কমর্সুচী

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট মধ্য ইনাতাবাদ প্রবাসী সমাজ সেবা পরিষদের উদ্যোগে ৩নং দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১ ২ টি মসজিদে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ চারা বিতরন করা হয়।গত সোমবার সকালে, মধ্য ইনাতাবাদ জামে মসজিদ মাঠে বিশিষ্ট মুরব্বী মোঃ আকবর আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজ সেবক সাবেক মেম্বার হিরন মিয়,বিশেষ অতিথি হসেবে উপস্হিত ছিলেন অগ্রনী হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ বশির আহমেদ,ইনাতাবাদ মহিলা পল্লী সমাজ সংস্হার সভানেত্রী মোছাঃ রাবেয়া খাতুন,বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম জারু মিয়া।এ সময় বিভিন্ন মসজিদের ইমামদের মধ্য উপস্হিত ছিলেন মাওলানা আঃ রহীম,মাওলানা আঃ ছালাম,মাওলানা মোঃ হাফিজ মিয়া,ইমাম সুমন মিয়া প্রমুখ।এ ছাড়া ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।সভাপরিচালনা ও মোনাজাত করেন আবুল হোসেন মোল্লা।বক্তারা বৃক্ষ রোপনের গুরত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।পাশাপাশি বক্তারা, মধ্য ইনাতাবাদ প্রবাসী সমাজসেবা পরিষদের বৃক্ষ রোপন কর্মসুচীর ভুয়সী প্রশংসা করেন। চুনারুঘাট মধ্য ইনাতাবাদ প্রবাসী সমাজ সেবা পরিষদ, সমাজ সেবার পাশাপাশি, বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছে।এলাকার প্রবাসী উদ্যুমী যুবকরা এ উদ্যোগ নিয়েছেন।




error: Content is protected !!