আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামের মোছাঃ আমিনা খাতুন রাণী চলতি বছরের এইচ এস সি পরীক্ষায় মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জি পি এ-৫ পেয়েছে । যশোর শিক্ষা বোর্ডের অধিনে (আটোপাশ) ২০২১ সালের ৩০শে জানুয়ারী প্রকাশিত ফলাফলে সে জি পি এ ৫ প্রাপ্ত হয়। সে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থী ছিল। সে ২০১৮সালে অনুষ্ঠিত এস এস সি, ২০১৫ সালেরজেএসসিতে জিপিএ-৫ এবং ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষাতে (গোল্ডেন)জি পিএ-৫ পেয়েছিল। মোছাঃ আমিনা খাতুন রাণী কাশিপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রসার আই সি টি শিক্ষক ও দৈনিক যশোর কাগজের‘ (খেদাপাড়া প্রতিনিধি) মোঃ নজরুল ইসলাম এবং খেদাপাড়া পূর্রসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুন এর মেয়ে। তারা মেয়ের সাফল্যের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেছেন। আমিনা খাতুন রাণী ভবিষ্যতে একজন সরকারি শিক্ষা ক্যাডার হতে চায়।