মশিয়ালীতে আলোচিত ট্রিপল হত্যা মামলার প্রধান আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। নিরীহ জনসাধারণকে বিভিন্ন কৌশলে নির্যাতন ও অপহরণের মাধ্যমে অর্থ আদাযয়ের অভিযোগ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২
এস কে ইউসুফ খুলনা।। গতকাল আছর বাদ খানজাহান আলী থানাধিন মশিয়ালী  দক্ষিণপাড়া হাড়াতলা মোড় এলাকায় ট্রিপল হত্যা মামলার প্রধান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  আলহাজ্ব শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন ট্রিপল হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সাধারণ জনগণকে বিভিন্ন কৌশলে অপহরণ করে নিয়ে চাঁদা দাবি ও নির্যাতন করে যাচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীর শান্তিপ্রিয়ভাবে বসবাস করার অন্তরায় ঘটছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। সে লক্ষ্যে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতারপূর্বক দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানান। এক্ষেত্রে নিহত রসুলের স্ত্রী মোসাম্মৎ নাসিমা বেগম অভিযোগ করে জানান আমি সন্তান-সন্ততি লইয়া অর্ধাহারে ও অনাহারে দিনযাপন করিতেছি। তারপরেও আমার উপর অত্যাচারের মাত্রা কমে না। অনবরত হুমকি প্রদান করিয়া আসিতেছে। ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার জানান গত কয়েকদিন পূর্বে তার স্বামীকে অপহরণ করে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে এবং স্টাম্প ও চেক সহ নগদ টাকা নিয়ে যেতে বলে। এ সময় মৌসুমি আক্তার খানজাহান আলী থানার শরণাপন্ন হলে থানা পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে সময় আসামিরা পুলিশ দেখে পালিয়ে যায়। উল্লেখ্য যে ২০২০ সালের ১৬ জুলাই মশিয়ালিতে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জাকারিয়া-জাফরিন-মিল্টন বাহিনী গুলি চালিয়ে এলাকার তিনজন নিরীহ মানুষকে হত্যা করে। তারই ধারাবাহিকতায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে নতুন পরিকল্পনা করে। এলাকাবাসীকে অশান্ত করে তুলছে কেড়ে নিচ্ছে তাদের রাতের ঘুম। দিনেও তারা চলাফেরা করতে পারছে না নিরাপদে। এমতাবস্থায় তাদের জীবনযাত্রা সর্বত্র ব্যাহত হচ্ছে। শহীদ পরিবারের সন্তান হাফেজ মাসুম বিল্লাহ জানান গত কয়েকদিন আগে তাকে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতনসহ মোটা অংকের চাঁদা দাবি করেছে। পূর্বের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং নতুন করে তারা যে ষড়যন্ত্রে পায়তারা করছে নির্যাতন ও চাঁদাবাজির নীল নকশা আকছে এই সমস্ত ষড়যন্ত্র যাতে বাস্তবায়িত করতে না পারে তার জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সংরক্ষিত মহিলা আসনের ১, ২ ও ৩ এর সদস্য রাজিয়া বেগম, মোঃ তবিবুর রহমান, রেজাউল করিম কেবলা প্রমুখ।



error: Content is protected !!