আসলাম পারভেজ, হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারীতে যে কোন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহারে প্রশাসনের অনুমতি লাগবে। মাইক ব্যবহারের প্রয়োজন হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করতে হবে। রোববার হাটহাজারী উপজেলা পরিষদ অডিটোরিমে উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলমের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের পরিচালনায় এসময় সাংসদ বলেন, এক জায়গায় অনুষ্ঠান কিন্তু কয়েক মাইল এরিয়া জুড়ে মাইক দিয়ে মানুষের সমস্যা সৃষ্টি তা আর হবেনা। সবাইকে চেস্টা করতে হবে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাতে এলাকায় অন্যদের ব্যাঘাত না ঘটে। এসময় কিশোর ঘ্যাং দমন, বাল্য বিয়ে রোধ, টপ সয়েল কাটা ও বিক্রি করা কঠোর হস্তে দমন, গ্রামাঞ্চলে বসতঘর নির্মাণের সময় চলাচলের নির্ধারিত জায়গা রাখার উপর গুরুত্বারোপ, মিটিংয়ের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে বলেও সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নুরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, ওসি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।