নীলফামারী জলঢাকা উপজেলার দক্ষিণ বেরুবন্দের দুঃস্থ পরিবার,আবজারুল ইসলাম ও লাকি বেগম। বাজারে সামান্য টেইলারিং ব্যবসা দিয়ে সংসার চলত তাদের। কিন্তু বছর আগে প্যারালাইজড হয়ে বসে আছে, হাটতে এখনো সমস্যা হয়।
এদিক সেদিক থেকে মিলিয়ে চিকিৎসা চলছে। এক পা ও হাত এখনো কার্যক্ষমতার বাইরে। টানা একদিন দুদিন না খেয়ে থাকতে হয় তাদের। তার মাঝে যেন বিপদের উপর বিপদ। স্ত্রী লাকি বেগমের সড়ক দুর্ঘটনায় একটি পায়ের দুটি হাড়েই ভেঙ্গে গেছে। প্লাস্টার ও ঔষধ ক্রয়ে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলেছেন অপারেশন করাতে হবে।
সর্বনিম্ন ৫০ হাজার টাকা খরচ হতে পারে।
পরিবারে এখন দুজন মানুষই অক্ষম হয়ে পড়ে আছে। পরিবারে ছেলে নাই। মেয়ে দুটোর বিয়ে দিয়েছে অসচ্ছল পরিবারে, তাদের সংসারও এই করোনা পরিস্থিতিতে অভাব অনটন লেগে আছে। পায়ের চিকিৎসা ঠিকমত করাতে না পাড়লে হয়তো অার উঠে দাড়াতে পারবে না লাকি।
লাকি বেগম দৈনিক অপরাধকে জানান” কোন আল্লার বান্দা যদি মোক পাও খান ঠিক করির টাকা দেইল হায় মুই নামাজ পরি আল্লার কাচোত দোয়া করনু হেয়, এনা দেখো বাবা খোজ করি জদি বড়লোক গিলার এন্যা মায়া হয়”
অর্থাৎ তিনি চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
উল্লেখ্য: ভুক্তভোগী লাকি বেগম গত ২৪ মে বেরুবন্দ বাজার, জলঢাকা থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফেরার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানে বসে থাকা অসহায় দরিদ্র লাকি আক্তারের পায়ে মোটরসাইকেল লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সর্বশেষ চিকিৎসা: ডাক্তাররা জরুরী ভিত্তিতে পা প্লাস্টার করে দিয়েছে। সঠিক চিকিৎসা হলে পা ঠিক হবে কিন্তুু সময়সাপেক্ষ চিকিৎসা হওয়ায় অসহায় পরিবারটি আরও অসহায় হয়ে পড়েছে।
তাই আপনাদের নিকট আকুল অাবেদন, যে যার সামর্থ্য অনুযায়ী অার্থিক সহযোগিতা করতে এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতায় একটি মানুষ সুস্থ হয়ে আবার স্বাভাবিক ভাবে হাটতে পাড়বে।
রোগীর নাম: লাকি বেগম
স্বামী- আবজারুল ইসলাম
গ্রাম: দক্ষিণ বেরুবন্দ
উপজেলা: জলঢাকা
জেলা: নীলফামারী
আপনাদের সহযোগিতা তার স্বামীর মোবাইল নম্বরে কথা বলে দিতে পারেন।
আবজারুল (স্বামী):০১৭৬২৮৯২৭৪০
বিকাশ:০১৭৬৭০৩০৩৭২ (পারসোনাল) হামিদুল প্রামানিক
এছাড়াও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
হামিদুল প্রামানিক: ০১৭৬৭০৩০৩৭২