কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
”আশ্রায়নের অধিকার” শেখ হাসিনার উপহার” এ শ্লোগনাকে সামনে রেখে মুজিব জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে কালীগঞ্জে মাথা গোজার ঠাই পেলেন ১২ টি ভ’মিহীন পরিবার। শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৯২ টি উপজেলার সাথে গৃহহীন ভ’মিহীনদের মুজিব বর্ষের এ উপহার প্রদানের উদ্বোধন করেন। ভিডিও চিত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষনার পরই কালীগঞ্জে গৃহহীন ১২ টি পরিবারের মাঝে গৃহ ও জমির দলিলাদি হস্তান্তর করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। উল্লেখ্য মুজিব বর্ষে আগামী ২০২১ সালের মধ্যে কালীগঞ্জ উপজেলাতে মোট ২৭ টি গৃহহীন পরিবারের মধ্যে নতুন বাড়ী প্রদান করা হবে। ভ’মিহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্টানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।এ অনুষ্টানে ইউপি চেয়ারম্যান, গনমাধ্যমকর্মী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।