মাদককে নির্মূল করতে জীবননগর থানা পুলিশের ব্যাপক প্রচারণা।

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

মাহাম্মুদ হাসান জীবন,জীবননগর প্রতিনিধি চুয়াডাঙ্গা।

গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের আইপিজির নির্দেশে মিশন২১ ও মিশন ৪১ মোতাবেক মাদকে নির্মূল করতে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর উপস্থিতিতে ,,জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী প্রচারণা।

আজ ২৮/৭/২০ তারিখ বেলা ১১ ঘটিকার সময় জীবননগর উপজেলার উথলী , মনেহারপুর ইউনিয়নের সকল গ্ৰাম ঘুরে ঘুরে এই প্রচারণা অভিযান শুরু করেন। এবং এই মাদকবিরোধী প্রচারণার সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম একটি স্লোগানে বলেন “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো” “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানের মাধ্যমে জীবননগর উপজেলার আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক মাদককবিরোধী প্রচারাভিযান চালায়।
সীমান্তবর্তী উপজেলা জীবননগর উপজেলা কে মাদক মুক্ত করতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব,মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় এই প্রচারাভিযান চালানো হয়।
প্রচারাভিযানের নেতৃত্ব দেন জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও ওসি(তদন্ত) মোঃ ফেরদৌস ওয়াহিদসহ জীবননগর থানা পুলিশ।

এবং চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ,, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে সকল মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার কথাও বলেন আরো বলেন আপনারা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিন আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রেখে অভিযান চালাবো। এবং তিনি আরো বলেন চুয়াডাঙ্গা জেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ প্রচারণা অভিযান চালিয়ে যাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।




error: Content is protected !!