মাদকের বিরুদ্ধে যার সব সময় অবস্থান, তিনিই আজ ছেলেসহ ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার।

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদে সরব ছিলেন আজিজুল হাকিম ও তার পরিবার। বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার, র‌্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন। সেই প্রতিবাদী ইউপি সদস্য আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকেই গতকাল ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

আজিজুল হাকিম সাহারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

সরেজমিনে জানা গেছে, শুক্রবার (০৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ১২নং ওয়ার্ডের উমখালী রামপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে ১৯ হাজার পিস ইয়াবা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাবা-ছেলেকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

তবে তাদের গ্রেফতার নিয়ে এলাকা জুড়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই দাবি করছেন গ্রেফতারকৃতরা নির্দোষ। মাদক ব্যবসার সাথে জড়িত প্রতিপক্ষের লোকজন তাদের ঘায়েল করতেই এই ঘৃণ্য নাটক সাজিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার করিয়েছেন।




error: Content is protected !!