মাধবপুরে সুভাষ হত্যা আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪

রাকিব উদ্দিন লস্কর, বিশেষ প্রতিনিধি।

হবিগঞ্জ জেলার  মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের পল্লী চিকিৎসক ডাঃ সুভাষ পাল স্মরণে শোকসভায় বক্তারা সুভাষ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।সেই সাথে মামলা দায়েরের পর আজ পর্যন্ত কোনো আসামী গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারী) নোয়াপাড়া চা বাগানের জহন্নাথ মন্দিরে পাতাকুঁড়ি সঞ্চয় ও ঋণদান সমিতির আয়োজনে এ শোকসভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংৰাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক পংকজ কুমার সাহা।বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের মাধবপুর উপজেলা কমিটির সভাপতি ডাঃ হরিশ্চন্দ্ররদেব,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র কর্মকার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবনি মোহন বিশ্বাস, পিযুষ দাসগুপ্ত,ডাঃ সুকুমার পাল,ডাঃ বিষ্ণু পদ রায়,জয়কুসচর পাল,কাজল দাস ও সাংবাদিক জালাল উদ্দিন লস্কর প্রমুখ।স্মরণ সভায় বক্তারা ডাঃ সুভাষ পালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং হত্যাকান্ডের পর প্রায় ১ মাস পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন।অবিলম্বে আসামী গ্রেফতার পুর্বক আইনের আওতায় আনার দাবীও জানান তারা।

উল্লেখ্য গত ১২ জানুয়ারী জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইদের সাথে কথা-কাটাকাটি ও ধ্বস্তাধস্তির পর নিজ ফার্মেসীতে অসুস্থ বোধ করলে প্রতিবেশীরা সুভাষ পালকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন সুভাষ পালের স্ত্রী সুবর্না পাল ৫ জনকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
মামলার আইও মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানিয়েছেন এজাহার ভুক্ত আসামী শ্রীবাস পালকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




error: Content is protected !!