মাধবপুরে সুরমা চা বাগান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
হবিগন্জ প্রতিনিধি ঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা-শ্রমিক জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগান ‘সুরমা চা বাগান আদর্শ উচ্চ বিদ্যালয়’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ (১৬ আগস্ট) সকাল ১১টায় উক্ত স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ আরিফুল হাই রাজীব।
এবিষয়ে মোঃ আরিফুল হাই রাজীব জানান, চা-শ্রমিক বা চা জনগোষ্ঠী মানেই- বঙ্গবন্ধুর সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। বর্তমান গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর হতেই চা-শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য বিভিন্ন বাগানে স্কুল চালু করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগান সুরমায় আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি সুরমা চা বাগান আদর্শ উচ্চ বিদ্যালয় এর। আমি আশারাখি এই স্কুল চালু হলে পিছিয়ে পড়া চা শ্রমিকের সন্তানরা দেশ ও মাধবপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। ভিডিও কনফারেন্সে ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে সভাপতিত্ব করেন লস্করপর ভ্যালি কার্যকরী পরিষদ এর সভাপতি শ্রী রবীন্দ্র গৌড়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মাধবপুর উপজেলা শাখার সদস্য বাবু প্রদীপ গৌর, বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং শাহাজানপুর ইউনিয়ন শাখা সভাপতি বাবুল হোসেন খান, সহ-সভাপতি রমেশ ভৌমিক, সাংগঠনিক, সম্পাদক আপন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ শাহিন, যুবলীগ নেতা মোঃ আতাউর রহমান, চা শ্রমিক নেতা নৃপেন পাল, লস্করপুর ভ্যালী কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বারাইক, যুবলীগ নেতা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাইমন চৌধুরী প্রমুখ।