মাধবপুর জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজে জরাজীর্ণ কক্ষে ক্লাশ নেওয়া হচ্ছে,দূর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থীরা।

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

রাকিব উদ্দিন লস্কর: :মাধবপুর হবিিগঞ্জ।

মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজে শ্রেণীকক্ষের স্বল্পতা সমস্যার কারনে বাধ্য হয়ে একটি জরাজীর্ণ কক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অভিভাবকেরা।বিকল্প না থাকায় বাধ্য হয়েই জরাজীর্ণ কক্ষে শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্টান প্রধান।রবিবার (৫ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে একজন শিক্ষককে ওই জরাজীর্ণ কক্ষে শ্রেণী কার্যক্রম চালাতে দেখা গেছে।এ সময় প্রতিষ্টানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভুইয়া জানান এ কক্ষটি বহু আগে নির্মিত।অনেক জায়গাতেই বিশেষত ছাদের বেশকিছু জায়গার পলেস্তারা খসে পড়েছে।ফলে ঝুঁকি বেড়েছে।কিন্তু শ্রেণীকক্ষের স্বল্পতার কারনে অনেকটা ঝুঁকি নিয়েই শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে প্রতিষ্টানের ওই সুপরিসর কক্ষটিতে আগে প্রধান শিক্ষকেরা পরিবার নিয়ে থাকতেন।
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকে ওই কক্ষে না থেকে পার্শ্ববর্তী একটি বাড়িতে থাকেন।এজন্য তিনি প্রতিষ্টান থেকে বাড়িভাড়া বাবদ প্রতিমাসে ১০ হাজার টাকা করে নিচ্ছেন।ঝুঁকিপূর্ণ বিবেচনা করেই তিনি এ কক্ষে থাকছেন না বলে জানিয়েছেন।তবে গভর্নিং বডির অনুমোদনক্রমেই ভাড়া বাড়িতে থাকছেন বলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেছেন।তাহলে ছাত্রছাত্রীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়ে ওই কক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করাটা কতোটা যুক্তিসঙ্গত এমন প্রশ্নে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান,শ্রেণীকক্ষের সংকটের কারনেই এটা করতে হচ্ছে।তাছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে তিনি যোগদান করার আগে থেকেই এ কক্ষটিতে শ্রেণী কার্যক্রম চলে আসছিল বলে তিনি জানিয়েছেন।তিনি নতুন করে এখানে ক্লাশ চালু করেননি।তবে বেশ কয়েকজন অভিভাবক প্রশ্ন তুলেছেন কক্ষটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় যদি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এখানে থাকা নিরাপদ মনে না করেন তবে কোন বিবেচনায় কোমলমতি শিক্ষার্থীদের দূর্ঘটনার আশংকার মধ্যেও ক্লাশ করানো হচ্ছে?
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভুইয়া জানিয়েছেন প্রায় ৩ হাজার শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ প্রতিষ্টানটিতে শ্রেণীকক্ষের স্বল্পতা নিরসনে নতুন স্থাপনা নির্মান অতীব জরুরী।তিনি জানান শুধু এই একটি কক্ষ নয় এরকম আরো কয়েকটি জরাজীর্ণ কক্ষে ক্লাশ চলে। হবিগঞ্জ




error: Content is protected !!