মানবতার আরেক নাম দীনেশ সরকার!কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সকলের কাছের মানুষ হয়েই কাজ করে চলেছেন।

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, আপামর সকল শ্রেণি পেশার মানুষের জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা। আপনাদের সেবাদানের জন্য এসেছি। আপনাদের সবার সহযোগিতা পেলে ভেড়ামারা উপজেলা কে নতুন রুপে সাজাতে নিরন্তর চেষ্টার কোন ত্রুটি থাকবেনা। আমি আপনাদেরই একজন। আপনাদের কাছের মানুষ হয়েই কাজ করতে চাই।
ইতিমধ্যে তার নিরলস প্রচেষ্টায় ভেড়ামারা বাসীর হৃদয় স্পর্শ করেছে। শুধু অফিসই নয় উপজেলার আনাচে কানাচে তার পদচারণায় অসহায় মানুষের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দিয়ে চলেছেন। উনি আমাকেও বলেছিলেন আশপাশে অসহায় কেউ থাকলে যেন জানাই। তারই প্রেক্ষিতে আমি গত কয়েকদিন পূর্বে তাকে অসহায় ১০ জন মানুষের সহায়তার জন্য বলেছিলাম। তিনি গতকাল ফোন করে আমায় বলেন তাদের কে পাঠাতে। আমি অসুস্থার কারণে সেই ১০ জন কে ফোন করে তার সাথে দেখা করতে বলায় সকলে গেলে মানবতার আরেক নাম দীনেশ সরকার তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিলে আনন্দে তাদের চোখে জল চলে আসে। তারা সহায়তা পেয়ে আমার নিকট তাদের কষ্টে সহায়তার হাত পেয়ে মহাখুশি এবং দীনেশ সরকারের মিষ্টি মধুর আচরণের বিবরণ বর্ননা করেন এবং তার জন্য অন্তর থেকে দোয়া কামনা করেছেন।এজন্য দৈনিক অপরাধের পক্ষ থেকে তার এই অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সুন্দর চিন্তা চেতনা কে সাধুবাদ জানিয়ে তিনি ও কাছের মানুষ হয়ে আমাদেরই একজন হয়ে সবার অন্তর জয় করবেন এই প্রত্যাশায় দৈনিক অপরাধের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।




error: Content is protected !!