মামাধবপুরে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুরুউফ
রাকিব উদ্দিন লস্কর ঃ বিশেষ প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুরুউপ মিয়া মেম্বার। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ১ নং প্যানেল চেয়ারম্যান হিসাবে জনাব আব্দুরুউফ পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল স্বাক্ষরিত একপত্রে ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সচিবকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয় ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের স্মারকের পত্রানুসারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ) ২০০৯ অনুযায়ী ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত চেয়ারম্যানের প্যানেল হতে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং ক্রমিকের প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অফিসের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হল।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারী উপজেলা মাদক দব্য নিয়ন্ত্রণ সভা চলাকালে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এক বক্তৃতায় বলে পেলেন, পাশের দেশ ভারত আমাদের স্বামীর দেশ থেকে মাদক আসে,ওনারা যদি মাদক পাচার বন্ধ না করে আমাদের যুব সমাজ ধংস হয়ে যাবে, একথা কটুক্তি করায় ঘটনার স্থলে আটক করে ৫৪ দ্বারা মামলা দেখিয়ে জেল হাজতে ফেরন করে,পরে আরেকটি মামলা সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনের আঠক করা হয়,বর্তমানে চেয়ারম্যান জনাব মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। একটি মামলায় জামিন পেলেও ওপর আরেক মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে আটক আছেন।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ৮ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত মেম্বার মো. আব্দুরুউপ তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।