মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পাংশা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

মিঠুন গোস্বামী,রাজবাড়ী প্রতিনিধিঃঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম কে বিদায় সংবর্ধনা জানালেন পাংশা উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোহাম্মদ চাঁদ আলী খান মুক্তিযোদ্ধের পক্ষ থেকে।
আজ ১৭ আগষ্ট সোমবার উপজেলা
মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোহাম্মদ চাঁদ আলী খান মুক্তিযোদ্ধের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, এসিল্যান্ড নুসহাত তাসনীম আওন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ চাদ আলী খান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি মুক্তিযোদ্ধাদের অনেক ভালোবাসি। আমিসহ বাংলাদেশের সকল মানুষ মুক্তিযুদ্ধাদের ভালোবাসা উচিত কারণ এই মুক্তিযোদ্ধারা ছাড়া বাংলাদেশ নামক এই স্বাধীন দেশের জন্ম হত না।
সবার শেষে একটি কথা বলি, আমি আপনাদের সাথে কাজ করার সময় যদি কোন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন এবং যে ভুলগুলো আমি করেছি আমার পরে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসবে তাকে ভুলগুলো ধরিয়ে দিবেন সে যাতে ভুল গুলো সমাধান করে কাজগুলো সঠিক ভাবে করতে পারে।