মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের মতবিনিময় সভা ও প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিতঃ

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

আজমিরীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে আগামী ২৬ শে এপ্রিল সকাল ১১ টায় একযুগে সারাদেশে বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রধান কার্যক্রমের উদ্ধোধন করবেন। এ উপলক্ষে আজমিরীগঞ্জে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে আজ রবিবার বেলা ১১ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুলতানা সালেহা সুমি জানান, ৩য় পর্যায়ে আজমিরীগঞ্জ উপজেলা ৩৫ টি গৃহহীন পরিবারকে ২ শতক জমি ও একটি ঘর জনপ্রতি ৩৫ টি পরিবারের আশ্রয়ণ ঘর সহ সারাদেশে এক যুগে ৩য় পর্যায়ে ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথিঃ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী । উপস্থিত ছিলেন প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।এবং অনন্যা কর্মকর্তা বৃন্দ।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুমিনুর রহমান সজীব,১ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল।আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা সাধারণ সম্পাদক আবুহেনা আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান। ও সাধারণ সম্পাদক কনৌজ ব্যানার্জী অনান্য সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।




error: Content is protected !!