মুন্সিগঞ্জের মেঘনায় ইলিশ ধরায় ৫ আটক,৮০ কেজি ইলিশ, ২টি নৌকা, কারেন্ট জাল জব্দ

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মা ইলিশ অভিযান পরিচালনা করে ৮০ কেজি ইলিশ, ৫ জন জেলে, ২ টি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃত ৫ জন জেলেকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসন, কোস্টগার্ড এবং নৌ পুলিশ।
মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মোঃ নাজমুস সোয়েব, সহকারী কমিশনার(ভূমি) শেখ মেজবাহ- উল- সাবেরিন, সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির, জেলা মৎস অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মন্ডল, জেলা মৎস কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম, সদর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
ইলিশের প্রাচুর্য ও সহজলভ্যতা ফিরিয়ে আনতে এই অভিযানের সফল বাস্তায়ন প্রয়োজন। তবে তার পূর্বে প্রয়োজন জনসচেতনতার। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সকলের ভূমিকাই পারে মা ইলিশ রক্ষা করতে এমনটাই মনে করছেন অভিযানে সাথে সংশ্লিষ্টরা।