মুন্সিগঞ্জের সিরাজদিখানে বন্ধন তরুন সংঘের আয়োজনে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ
হাবিব হাসান (মুন্সিগঞ্জ) জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে “ক্রীড়া মানবসেবা সংস্কৃতি বন্ধন তরুণ সংঘের মূলনীতি” এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে বন্ধন তরুণ সংঘ। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ইছাপুরা বন্ধন তরুণ সংঘ কার্যালয় সংলগ্ন মাঠে চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করে। বন্ধন তরুন সংঘের সভাপতি হাজী মোহাম্মদ মনির খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। এতে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সভ্যতার আলোর সম্পাদক ও প্রকাশক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, লতিফ নিটিং মিলস লিমিটেডের পরিচালক লায়ন মিজানুর রহমান টিটু, শাইন প্যালেস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রফিক, রিজিওন চেয়ারম্যান লায়ন্স (ড্রিস্টিক 315A2) সাজ্জাদ শান্ত, ইকো লাইটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আজম, পরিচালক মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া।
বন্ধন তরুণ সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন ঢালির অনুষ্ঠান উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চৌধুরী ,সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার,ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন রেজা, বন্ধন তরুণ সংঘের কার্যকরী উপদেষ্টা সদস্য সায়েম মাহমুদ, আলমগীর রহমান, বন্ধন তরুণ সংঘের সভাপতি ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সমাজ কল্যাণ সম্পাদক সোলাইমান রিঙ্কু, অফিস সচিব জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক আরিফুর রহমান, তুহিন শেখ, দ্বীন ইসলাম প্রমূখ।