মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায শিক্ষক গুরুতর আহত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায়
গুরুতর আহত প্রাইমারি শিক্ষক হাসপাতালের বিছানায় ৮ দিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে , লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় আহত মো. মামুন দিদার (৪৩) উপজেলার ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, একই উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের মো. গনি দিদারের ছেলে এবং এক পুত্র সন্তানের জনক।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ শুক্রবার বেলা ১২টায় উপজেলার লালবাড়ি নামক স্থানে ঢাকাগামী এস এস পরিবহনের দ্রুতগামী একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনি বাসের চাকার নিচে চলে যায়।

এতে তিনি গুরুতর ভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

দুর্ঘটনায় আহত মো. মামুন দিদারের বাম পায়ের দুই জায়গায় টুকরো হয়ে গেছে। ডান হাত মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। বর্তমানে সে রাজধানীর শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

শিক্ষক মামুনের স্ত্রী জোৎস্না আক্তার (৩৫) জানান, আমার স্বামী গত ১৯ মার্চ হতে আজ ২৪ মার্চ পর্যন্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ারের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার জামিল নামে ১৫ বছরের একটি সন্তান রয়েছে । আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই।




error: Content is protected !!