মুন্সিগঞ্জের সিরাজদিখানেবিদ্যুৎ সাশ্রয়ে নির্বাহী কর্মকর্তার অভিযান

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,

সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, আলোকসজ্জা-সব বন্ধের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম তানভীর।
মঙ্গলবার ১ নভেম্বর রাত ৮টার পরে উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এ-সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী শেখ করিম, ইউপি সদস্য জয়ন্ত ঘোষ সহ অন্যান্য ইউপি সদস্যগন।

এবিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম তানভীর বলেন,সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচার চালানো হয়েছে। যদি কেউ অমান্য করেন তাদের জরিমানা সহ বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেব। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে আমরা আরো জোরাল অভিযান পরিচালনা করবো।




error: Content is protected !!