মুন্সীগঞ্জের জাপান প্রবাসী হিমু উদ্দিন অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন ‘বিক্রমপুর রক্তদান সংস্থা কে
‘
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
করোনা কালিন সময়ে রোগীদের সব থেকে জরুরী চিকিৎসা হচ্ছে সময় মতো অক্সিজেন সেবা পাওয়া।করোনায় আক্রান্ত যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যো যাদের অক্সিজেন প্রয়োজন হবে তারা বাসায় থেকেই যেন বিনামূল্যে অক্সিজেন সেবা নিতে পারেন সেই মানব সেবার লক্ষে ‘বিক্রমপুর রক্তদান সংস্থা কে’ একটি অক্সিজেন সিলিন্ডার উপহার করেন বিশিষ্ট সমাজ সেবক এবং জাপান প্রবাসী ব্যবসায়ী ‘হিমু উদ্দিন’।
তার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার বিক্রমপুর রক্তদান সংস্থার হাতে তুলে দেন মোঃ নাহিন শেখ (মৃদুল)।
এখন থেকে যাদের বাসায় জরুরী অক্সিজেন সেবা প্রয়োজন হবে তারা ‘বিক্রমপুর রক্তদান সংস্থার’ সাথে যোগাযোগ করলেই তার বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যাবে সেচ্ছাসেবীরা।
মহামারি করোনা শুরু হবার পর থেকে খাদ্য-দ্রব্য,নগদ অর্থ দিয়ে এবং নানান ভাবে সকলের পাশে বিশিষ্ট সমাজ সেবক এবং জাপান প্রবাসী ব্যবসায়ী ‘হিমু উদ্দিন’ ছিলেন এবং আগামীতেও থাকবেন।