মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় ।

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

হাবিব হাসান মুন্সিগঞ্জ প্রতিনিধি,

কঠোর বিধিনিষেধ ঘোষণায় ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে মানুষের। রাস্তা ভেঙে ভেঙে যে যে ভাবে পারছেন ছুটছেন নিজ গন্তব্যে। ফেরি পারে ভিড়তেই গাদাগাদি করে যাত্রীরা উঠানামা শুরু করেন স্বাস্থ্যবিধি মেনে চলার নেই কোনো বালাই।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ষষ্ঠ দিনেও মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের চাপে ফেরি ছাড়তে সময় লাগছে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। ওই পথে চলছে ১৫টি ফেরি। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শিমুলিয়া ঘাটে প্রায় কয়েক হাজার যাত্রী ও কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তবে সোমবার থেকে কঠোর বিধিনিষেধের কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী বৃহস্পতিবার থেকে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আগামীকাল সোমবার থেকে সীমিত পরিসরে বিধিনিষেধের ঘোষণা দেয়া হয়েছে। তবে অনেক যাত্রী আগামীকাল থেকে বিধিনিষেধের কথা মাথায় রেখে বাড়ির উদ্দেশ্যে রাজধানী ছাড়া শুরু করেছেন। ফলে সড়কে দেখা যাচ্ছে যাত্রীদের অতিরিক্ত ভিড়। অনলাইন পোর্টাল দৈনিক অপরাধ এর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হাবিব হাসান এর সরাসরি প্রতিবেদনে জনগণের দুর্ভোগের কথা জানা যায়।




error: Content is protected !!