মুন্সীগঞ্জের মিরকাদিমে অতিরিক্ত আইজিপি’র উদ্যোগে সৌদি বাদশার খাদ্যসামগ্রী বিতরণ।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জ সদরের উপজেলার মিরকাদিম পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমামসহ দরিদ্র এক হাজার পরিবার পেল অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের উদ্যোগে সৌদি বাদশাহর পক্ষ থেকে খাদ্য সহায়তা।
সৌদি বাদশা সালমানের মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় দেশব্যাপী ৮৭ হাজার হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি চালু রয়েছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেনের উদ্যোগে এ জেলায়এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার টেঙ্গর এলাকার অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের নিজ বাসভবন থেকে দরিদ্র এসব মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের কর্মকর্তা ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন মানবতার পাঠাগারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে প্রমুখ।