মুন্সীগঞ্জের লৌহজং এ জাতীয় ভোক্তা অধিকার অভিযানে মদীদোকানে জরিমানা।

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

অসাধু ব্যবসায়ীদের কারনে সাধারন জনগনের ভোগান্তীর শেষ হবে কবে, মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার ও নওপাড়া বাজারে এলাকায় আজ বুধবার দুপুর ১২ঃ০০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকান সমূহে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

ঘোড়দৌড় বাজারে গৌতম স্টোরে অভিযান কালে দেখা যায় যে, তিনটি গোডাউনে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করা সত্ত্বেও বোতল জাত সয়াবিন তেলের গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে, এছাড়া বোতলজাত সয়াবিন তেলের বোতল খুলে বেশি লাভের জন্য খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে দেখা যায়। গৌতম স্টোর কে ১,০০,০০০/- জরিমানা করা হয়।
একই অপরাধে নওপাড়া বাজারে দত্ত স্টোরকে ১৫,০০০/- ও জোবায়ের স্টোরকে ৩০০০/-
জরিমানা করা হয়।

ব্যবসায়ীদের কে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়।

মোট ৩টি প্রতিষ্ঠান কে ১,১৮,০০০/- জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।




error: Content is protected !!