মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাগরণী সংসদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ।
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদুল ফিতর ও করো না পরিস্থিতির কারণে আর্থিক সংকটে পড়া হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় জাগরনী সংসদ কুসুমপুরের উদ্যোগে ।
জাগরণী সংসদ কুসুমপুর মাঠে সোমবার বেলা ১১ টায় নিজ সংসদে স্বাস্থ্যবিধি মেনে মাক্স বিতরণের মাধ্যমে ৬০০ হতদরিদ্রদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জাগরনী সংসদ কুসুমপুরের সভাপতি অহিদুল ইসলাম খোকা চৌধুরীর সভাপতিত্বে ও সংসদের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
সংসদের সাবেক সভাপতি ও ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন চৌধুরী,সংসদের সাবেক সভাপতি অধ্যক্ষ শামসুল হক, সংসদের সাবেক সভাপতি এম এ হালিম টিয়া, সংসদের সাবেক সভাপতি মোঃ জানে আলম,
আরো উপস্থিত ছিলেন সংসদের সহ সভাপতি মোঃ আমির হোসেন ,সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান ভূঁইয়া পাপুল, যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন,সমাজ কল্যাণ সম্পাদক রায়হান আহমেদ তুষার,সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লিপু চৌধুরী প্রমুখ।