মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জেলহাজতে আদালতে স্বীকারোক্তি।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী রাজু ওরফে মোঃ শেমল (২৭) কে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ, যানাযায় গত ১২/০৫/২০২১ ইং তারিখ সকালে জৈনসার ইউনিয়নের কাঠাল তলি গ্রামের চালতাতলা সাকিল মৃধার নির্মানাধীন একতলা বাড়িতে নিহত শারমিন আক্তার (২৭) কে গলায় ওড়না পেচানো ও মুখের ভিতর বালি ভর্তি অবস্থায় বাড়ির ভিতরের এক কক্ষে দেখতে পেয়ে সিরাজদিখান থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ও লাশটির পরিচয় না পাওয়ায় অজ্ঞাত বিবেচনায় থানায় নিয়ে আসে ও সুরতহাল প্রতিবেদন করে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ পাঠিয়ে দেয়া হয়। ঘটনার সাথে, সাথে পুলিশ মাঠে নামে আসামীকে ধরার জন্য, ৪৮ চল্লিশ ঘন্টার মধ্যে উন্নত প্রোযুক্তি ব্যাবহার করে অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শিকার করেন যে পারিবারিক কলোহলের জেরে তিনি তার স্তীকে হত্যা করে, নিহত শারমিন আক্তার উত্তর বেগুনবাড়ি সিদ্দিক মাস্টারের ঢাল ( হাবি মিয়ার বাড়ি) তেজগাঁও তে ভারা থাকতো তার গ্রামের বাড়ি কন্যপুর থানা শ্রীপুর জেলা গাজীপুর বাবা মৃত আঃ জব্বার মাতা মোছাঃ মমতাজ বেগম, আসামি রাজু ওরফে শেমল (২৭) পিতা মোঃ সিরাজ শেখ, মাতা শেফালী বেগম গ্রাম চালতাতলা ইউনিয়ন জৈনসার থানা সিরাজদিখান, মুন্সীগঞ্জ গত এক বছর আগে প্রেমে পড়ে বিবাহে আবদ্ধ্য হয় তাদের প্রায়ই সংসারে কলোহ লেগেই থাকতো এরই জেরে এক পযার্য় রাজু ওরফে শেমল কাউকে না জানিয়ে তার গ্রামের বাড়ি নিয়ে হত্যা করে লাশ সাকিল মৃধার বাড়ি ফেলে রেখে যায়। পুলিশ ঘটনার আরও জানার জন্য আসামি কে ৭ দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়ওাল ম্যাজিস্ট্রেট এর কার্যলয়ে প্রেরণ করা হলে মুখে বালি ঢুকিয়ে স্ত্রীকে খুন করেছে আদালতে আসামি স্বীকারোক্তি দেন তাৎক্ষণিক খুনী কে জেল হাজতে প্রেরণ।