মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া ইউনিয়নে ইজিবাইক চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয় পরিষদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শতাধিক ইজিবাইক চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার ১২টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের করোনার লকডাউনে কর্মহীন হয়ে পড়া ইজিবাইক চালকদের মাঝে ৫শ’ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঢালি মো. শহিদুল ইসলাম, রশুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব অরূপ দত্ত, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীম হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য।