মুন্সীগঞ্জের সিরাজদিখানে ০২ ভূয়া ডেন্টাল চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব -১১।

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফয়সাল ডেন্টাল কেয়ারের ফয়সাল আহম্মেদ (৪১) ও মাধব সরকার (৩৮) নামে ০২ ভূয়া ডেন্টাল চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।বৃহস্পতিবার( ৫ আগষ্ট) বিকেল ৩ টার দিকের উপজেলার সিরাজদিখান বাজারস্থ এশিয়া ব্যাংক সংলগ্ন সিকদার মার্কেটের নিচ তলায় ফয়সাল ডেন্টাল কেয়ার থেকে এ ২ ভূয়া ডেন্টাল চিকবৎসককে ০১ টি ডেন্টাল ইন্সটুমেন্ট আপার মুলার ফরসেপ,০১ টি লোয়ার মুলার ফরসেপ, ০১ টি ডেন্টাল মীরর, ০১ টি ক্যারিস পুরুপ এবং চিকিৎসা ভিজিট বাবদ নগদ ১,৯০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভূয়া ডেন্টাল চিকিৎসক ফয়সাল আহম্মেদ (৪১), টংগীবাড়ি উপজেলার সোনারং গ্রাম ১নং ওয়ার্ডের মৃত আবেদ আলীর ছেলে এবং মাধব সরকার (৩৮) দক্ষিন কেরাণীগঞ্জ উপজেলার পূর্বদি গ্রাম ০৩ ওয়ার্ডের মৃত হরি দাসের ছেলে।

র‌্যাব এক প্রেস বার্তার মাধ্যমে জানান, র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে রেজিঃ ও লাইসেন্স বিহীন ডেন্টাল ডাক্তার পরিচয়ে নিয়মিত চিকিৎসার নাম করে প্রতারণা করায় তাদের গ্রেফতার করা হয়।

ভূয়া ডেন্টাল চিকিৎসকদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




error: Content is protected !!